Jamai Sasthi 2024: জামাইষষ্ঠীতে রেডি প্যাকেজ, শুধু নিয়ে যাওয়ার অপেক্ষা...

Jamai Sasthi 2024: বাড়িতে এলে আপ্যায়ন থেকে আদর করে খাওয়ানো, জামাইষষ্ঠীর পর্ব অনেক। শাশুড়ির সেই কাজ সহজ করতে এগিয়ে এল মিষ্টি বিপনী

Jun 12, 2024, 10:33 AM IST
1/5

আপ্যায়নে মাস্ট মিষ্টি

আপ্যায়নে মাস্ট মিষ্টি

আপ্যায়ন সম্পূর্ন করতে মিষ্টি মাস্ট। মিষ্টি মস্তিষ্কে বার্তা পাঠায়, খাওয়ার পর্বের ইতি। তাই জামাইষষ্ঠী মিষ্টি ছাড়া অসম্পূর্ণ। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল  

2/5

অতিরিক্ত শর্করা

অতিরিক্ত শর্করা

সারা বছর রক্তে শর্করার মাত্রা নিয়ে মাত্রাতিরিক্ত সতর্ক বাঙালি। তবে পালা পার্বণে সব বিধিনিষেধ ফুৎকারে উড়িয়ে পেট ঠেসে মিষ্টি খায়। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল  

3/5

জামাই আপ্যায়ন

জামাই আপ্যায়ন

আবার খাওয়া দাওয়া শুরুর আগে ঘেমে নেয়ে শশুর বাড়িতে পা রাখা জামাইকে প্রাথমিক আপ্যায়ন করতে হয় হাতপাখার বাতাস, আম পান্নার শরবত এবং নিমকি বা কাজুর মতো নোনতা দিয়ে। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল

4/5

ভাবনার বিদায়

ভাবনার বিদায়

এবার আলাদা করে শ্বশুর শাশুড়ির ভাবার দরকার নেই, কি নেব আর কি নেব না। এবার প্যাকেজ রেডি। সবটাই সাজানো শো কেসে। শুধু এসে নিয়ে যাওয়ার অপেক্ষা। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল

5/5

অভিজাত দোকান

অভিজাত দোকান

বাংলার অভিজাত এবং স্বাধীনতার বছর থেকে বাঙালিকে মিষ্টিমুখ করিয়ে আসা হিন্দুস্তান সুইটস তাই সকাল থেকেই পসরা সাজিয়ে রেডি। ক্রেতারা সশরীরে আসছেন অথবা অনলাইনে অর্ডার করে দিচ্ছেন। জামাই বাড়িতে পা রাখার আগেই বাড়িতে ঢুকে যাচ্ছে জামাইষষ্ঠী স্পেশাল নোনতা মিষ্টির কম্বো প্যাকেজ। -তথ্য ও ছবি- অয়ন ঘোষাল