নিজে থেকেই সেরে উঠছে ওজোন স্তরের বিরাট ক্ষত, রাষ্ট্রসংঘ দিল সুখবর

May 02, 2020, 16:52 PM IST
1/5

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের ক্ষত সারল

করোনাভাইরাসের প্রকোপে জেরবার গোটা বিশ্ব। এর মধ্যে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষত পৃথিবীবাসীর চিন্তা বাড়িয়েছিল। কিন্তু এবার সুখবর দিল রাষ্ট্রসংঘ।

2/5

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের সেই বিরাট ক্ষত নিজে থেকেই সেরে উঠছে বলে জানিয়েছে রাষ্ট্র সংঘ। ২০১১ সালের মার্চ মাসেও ওজোন স্তরে এরকমই বিশাল ছিদ্র দেখা দিয়েছিল।

3/5

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের ক্ষত সারল

রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া দফতর তথা ডবলিউএমও জানিয়েছে, ওজোন স্তরের সেই ছিদ্র ভরাট হয়ে গিয়েছে। ফলে আর ভয়ের কিছু নেই। 

4/5

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের ক্ষত সারল

২০১১ সালেও একবার এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেবারও ওজোন স্তরে বড়সড় ছিদ্র দেখা দিয়েছিল। বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।

5/5

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের ক্ষত সারল

ওজোন স্তরের বেশ কিছু উপাদান ক্ষয় পেয়ে এই ছিদ্রের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে ওজোন স্তর নিজে থেকেই সেই ক্ষত সারিয়ে ফেলেছে।