আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

Mar 20, 2018, 09:44 AM IST
1/6

PIC 6

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান): ১৯৮৬ সালে শারজায় এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ৪ রান দরকার ছিল পাকিস্তানের। চেতন শর্মার শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে ট্রফি তুলে দেন জাভেদ মিয়াঁদাদ।

2/6

PIC 5

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

লান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা):  ১৯৯৯ সালে নেপিয়ারে একদিনের ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ বলে ৪ রান করতে পারলেই সিরিজ জিতে যাবে দক্ষিণ আফ্রিকা। ডিওন ন্যাশকে ৬ মেরে  দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজ জিতিয়ে দেন লান্স ক্লুজনার।

3/6

PIC 4

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

চামারা কাপুগেদারা (শ্রীলঙ্কা):  ২০১০ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রস আইলেটে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য শেষ বলে ৩ রান দরকার ছিল লঙ্কানদের। আশিস নেহেরার বলে ছক্কা মেরে জয় ছিনিয়ে নেয় চামারা কাপুগেদারা। ম্যাচ জিতে ভারতকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় শ্রীলঙ্কা

4/6

PIC 3

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

ব্রেন্ডন টেলর (জিম্বাবোয়ে) : ২০০৬ সালে হারারেতে একদিনের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ৫ রান দরকার ছিল জিম্বাবোয়ের। মাশরফি মোর্তাজাকে ছক্কা মেরে ম্যাচ জেতান ব্রেন্ডন টেলর।

5/6

PIC 2

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

রায়ান ম্যাকলারেন (দক্ষিণ আফ্রিকা) : ২০১৩ সালে পচেস্ট্রুমে একদিনের ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩ রান। জেমস ফ্র্যাঙ্কলিনকে ৬ মারেন রায়ান ম্যাকলারেন। ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।

6/6

PIC 1

আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে ছক্কায় জয়ের নজির

দীনেশ কার্তিক (ভারত) : ২০১৮ সালে কলোম্বোয় নিদহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। সৌম্য সরকারকে ৬ মেরে ম্যাচ জেতান দীনেশ কার্তিক। সেই সঙ্গে ত্রিদেশীয় নিদহাস ট্রফিও জিতে নেয় টিম ইন্ডিয়া।