চল্লিশ পার করলেই সাবধান হওয়ার পালা শুরু। বদ অভ্যাস ত্যাগ করা তো রয়েইছে তার উপরে রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বিশেষ করে মেয়েদের একটু বেশি সাবধান থাকা উচিত। জেনে নিন চল্লিশ পার করলেই মেয়েদের নিয়মিত কী কী পরীক্ষা করানো উচিত।
2/7
I 6
পেলভিক পরীক্ষা-চল্লিশ পার করলেই নিয়মিত গোটা পেলভিক রিজিয়নের পরীক্ষা করানো প্রয়োজন। কারণ ভারতে সারভাইক্যাল ক্যান্সারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
photos
TRENDING NOW
3/7
I 5
ব্রেস একজামিনেশন, ম্যামোগ্রাম-ব্রেস্ট ক্যান্সারের মৃত্যু সংখ্যা বেড়ে চলেছে দিনদিন। ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাফি করানো উচিত। কোনও নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দিয়ে স্তনে কোনও ল্যাম্প হয়েছে কিনা তা পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন।
4/7
I 4
বোন মিনারেল ডেনসিটি টেস্ট-পুরুষদের থেকে মহিলাদের ওস্টিওপরেসিস হওয়ার আশঙ্কা অনেক বেশি। মহিলাদের দেহে ইস্টোজেন হরমোন কমে যাওয়ায় হাড় ভঙ্গুর হয়ে যায়।
5/7
I 3
ভিটামিন ডি, সিরাম ক্যালসিয়াম ও অন্যান্য হরমোন টেস্ট করিয়ে বুঝে নেওয়া প্রয়োজন শরীর ও হাড়ের অবস্থা কীরকম।
6/7
I 2
থাইরয়েড টেস্ট-চল্লিশ পেরোলেই ওজন কমা, চুল পড়ে যাওয়া ও ক্লান্তির মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। এক্ষেত্রে থাইরয়েড টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন। মেয়েদের শরীরের হরমোনের পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন।
7/7
I 1
ওভারিয়ান ক্যান্সার-মেনোপজ হয়ে যাওয়ার পর ওভারিয়ান ক্যান্সার খুবই সাধারণ একটি রোগ যা মেয়েদের হয়ে থাকে। এক্ষেত্রে মেনোপজের আগেই নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন। নিয়মিত আল্ট্রাসউন্ড করলে আগে থেকেই যে কোনও সন্দেহজনক টিউমার ধরা পড়ে যায়।