শনিবার সন্ধে, ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যাল পপ মার্কিন গায়িকা কেটি পেরি ও ব্রিটিশ গায়িকা ডু লিপা।
2/6
শনিবার সন্ধেয় মুম্বইয়ের DY পাতিল স্টেডিয়ামে কেটি পেরি ও ডু লিপার রকিং পারফরম্যান্স দেখার জন্য উপচে পড়ছিল ভিড়।
photos
TRENDING NOW
3/6
মুম্বইয়ের এই শোয়ে গান গাওয়া প্রসঙ্গে ব্রিটিশ গায়িকা ডু লিপা বলেন, ''মুম্বইয়ের এই শো করার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল। এটাই আমার ভারতে প্রথম শো। শ্রোতাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি আবারও এদেশে আসতে চাই। ''
4/6
শোয়ে পারফর্ম করা প্রসঙ্গে কেটি পেরি বলেন, ''মুম্বইয়ে মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। শোয়ে আমি আমার পছন্দের গানগুলিই গাওয়ার সুযোগ পেয়েছি।''
5/6
শনিবার কেটি পেরি ও ডু লিপার গান শুনতে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার মানুষ।
6/6
ওয়ান প্লাস মিউজিক ফেস্টিভ্যালের শুরু হয় অবশ্য অমিত ত্রিবেদীর গান দিয়ে। তিনি ছাড়াও এদেশের আরও বেশকিছু শিল্পী এই শোয়ে পারফর্ম করেন।