সোমবার থেকে রেশনে ৫০ টাকা ভর্তুকিতে মিলবে পেঁয়াজ

| Dec 08, 2019, 16:41 PM IST
1/5

S 5

S 5

পেঁয়াজ যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি সোমবার থেকেই। বাজারদরের অর্ধেক দামে মিলবে পেঁয়াজ।

2/5

S 4

S 4

রেশন দোকানে কম দামে পেঁয়াজ বিক্রি করবে রাজ্য সরকার। রবিবার একথা জানালেন রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

3/5

S 3

S 3

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে ৯৩৫টি কাউন্টারে বিক্রির জন্য পাঠানো হবে। এক খরচ বহন করবে সরকার। কেজি পিছু দেওয়া হবে ৫০ টাকা ভর্তুকি।  এক্ষেত্রে পেঁয়াজের দাম পড়তে পারে ৫৯ টাকা প্রতি কেজি। পরিবারপিছু  ১ কেজি পেঁয়াজ দেবে সরকার।

4/5

S 2

S 2

মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার খাদ্যভবনে সাংবাদিক বৈঠক করেন প্রদীপ মজুমদার। বৈঠকে থাকতে পারেননি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে হাজির ছিলেন দফতরের সহ-সচিব, আধিকারিক, রেশন ডিলার অ্যাসোশিয়েশনের কর্তারা। ছিলেন সেলফ হেলফ গ্রুপের প্রতিনিধিরাও।

5/5

s 1

s 1

এদিকে, বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি।  এগুলি হল, কলকাতার বাইরে রাজ্যের বাকি অংশে কবে থেকে রেশনে পেঁয়াজ দেওয়া হবে তার সদুত্তর  মেলেনি।  কলকাতায় কদিন অন্তর পরিবারপিছু ১ কেজি পেঁয়াজ দেওয়া হবে তাও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, বাইরে থেকে পেঁয়াজ আমদানি করার চেষ্টা করছে সরকার।