প্রথমে মনে করা চোরাশিকারি শিকার এই মাকনা হাতি। কিন্তু পারিপার্শ্বিক সমস্ত কিছু দেখে মুখ্য বনপাল রবিকান্ত সিনহা চোরাশিকারি তথ্য খারিজ করে দেন।
photos
TRENDING NOW
3/5
বনদফতরের আধিকারিকদের প্রাথমিক ধারণা, বিন্নাগুড়ি সেনা ছাউনিতে হাতির করিডরে দাঁতাল হাতির সঙ্গে মাকনা হাতির লড়াই হয়।
4/5
দাঁতাল হাতির আক্রমণে ওই পূর্ণ বয়স্ক পুরুষ মাকনা হাতির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
5/5
দাঁতালের আক্রমণে মাকনা হাতির শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তবে কী কারণে মাকনা হাতির মৃত্যু হয়েছে তা জানা যাবে হাতিটির ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর।