আজকের দিনেই লর্ডসে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া

Jun 10, 2020, 18:13 PM IST
1/10

২৪ বছর আগে ১৯৮৬ সালের ১০ জুন লর্ডসে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।

2/10

১৯৩২ সাল থেকে টেস্ট খেললেও ৫৪ বছর পর ১০ জুন লর্ডসে ইংল্যান্ডকে প্রথমবার হারিয়ে টেস্ট ম্যাচ জেতে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল। 

3/10

৫ জুন থেকে টেস্ট ম্যাচ জিতলেও ১০ জুন টেস্টের শেষ দিনে ম্যাচ জিতেছিল ভারত। কারণ ৮ জুন ছিল রেস্ট ডে।

4/10

টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত।  ২৯৪ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।৫ উইকেট নেন চেতন শর্মা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন গ্রাহাম গুচ ১১৪।

5/10

 প্রথম ইনিংসে ভারত তোলে ৩৪১ রান। ৩৪ রানের লিড নেয় ভারত। ১২৬ রান করেন দিলীপ বেঙ্গসরকার।

6/10

দ্বিতীয় ইনিংসে কপিল দেব এবং মনীন্দর সিংয়ের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ব্রিটিশরা। ১৮০ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

7/10

ভারতের সামনে জয়ের জন্য ১৩৪ রানের টার্গেট দাঁড়ায়। অধিনায়ক কপিল দেব (২৩) এবং রবি শাস্ত্রী (২০) ভারতকে জয় এনে দেয়। পাঁচ উইকেটে লর্ডস টেস্ট জিতে নেয় ভারত।

8/10

এই ম্যাচে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় উইকেটকিপার কিরন মোরের।  

9/10

১৯৮৬ সালের পর লর্ডসে আর মাত্র একবারই টেস্ট জিতেছে ভারত। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ৯৫ রানে ইংল্যান্ডকে হারায় টিম ইন্ডিয়া।

10/10

এখন পর্যন্ত লর্ডসে ১৮ টি টেস্ট ম্যাচ খেলে মাত্র ২টি টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। যার প্রথমটা অবশ্যই ঐতিহাসিক জয়।