অয়ন ঘোষাল: এক বিরল এবং ঐতিহাসিক সমাবেশে আজ বড়দিনের প্রাক্কালে বাগুইআটিতে এক মঞ্চে তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সহাবস্থান।
2/5
হ্যাঁ। ঠিকই শুনছেন। তারা সবাই এক মঞ্চে। নেতা হিসেবে নন। কেক হিসেবে। বাঙালীর বড়দিন। সব উৎসবকে নিজের করে নিতে যে বাঙালি বরাবরই সিদ্ধহস্ত। আবার রাজনীতির উত্তাপ থেকে দূরে থাকেন, এরকম বাঙালি খুঁজে পাওয়া অসম্ভব।
photos
TRENDING NOW
3/5
বড়দিনের পরেই নতুন বছর। আর সেই নতুন বছরেই রাজ্যে মেগা বিধানসভা ভোট। অতএব বাগুইআটি অশ্বিনীনগরের এক শীতের মেলার আয়োজকরা ভেবেচিন্তেই মেলার কেকের স্টলে কেক সাজিয়েছেন।
4/5
যার পোশাকি নাম পলিটিক্যাল কেক। দাম আড়াইশো টাকা। বিক্রি হচ্ছে হট কেকের মতই। রাজনীতির চেয়ে হট আর কিই বা আছে বলুন? কেকে জোটের বার্তাও আছে।
5/5
সব কেকেই সিপিএম এবং কংগ্রেসের জোট রাজনীতির সুবাদে কোনও আলাদা সিপিএম বা কংগ্রেস কেক নেই। তৃণমূল কেকের সারিতে পারতপক্ষে বিজেপি কেক নেই। তারা আছে একটু দূরেই। মানে, সব পক্ষ রক্ষা করেই বড়দিনের কেক কাটার ব্যবস্থা।