পুলওয়ামায় শহীদ জওয়ানদের পরিবারকে ৭৮ লক্ষ টাকা অনুদান টিম ইন্ডিয়ার

| Mar 09, 2019, 11:19 AM IST
1/6

1

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অন্য ম্যাচের মতো নীল রঙা টুপি পরে নামেননি বিরাট কোহলিরা।  পুলওয়ামায় শহীদ জওয়ানদের সম্মান জানাতেই এদিন আর্মি ক্যাপ পড়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। 

2/6

2

 আর্মি ক্যাপ পরেই এদিন টস করতে আসেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় সেনাকে সম্মান জানাতেই আমাদের এমন উদ্যোগ- বলেন বিরাট।

3/6

3

পুলওয়ামায় শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে বড়সড় পদক্ষেপ বিরাটদের। ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের তৃতীয় ম্যাচের পারিশ্রমিক শহীদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান ভারতীয় অধিনায়ক।

4/6

4

সেই সঙ্গে বিরাট অনুরোধ কোহলির,"দেশের প্রতিটি নাগরিককে অনুরোধ করব, এমন কঠিন সময়ে শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।"

5/6

5

ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, আর্মি ক্যাপ পরে মাঠে নামা ও শহীদ পরিবারের হাতে ম্যাচ ফি তুলে দেওয়ার আইডিয়া আসলে ধোনির মস্তিষ্কপ্রসূত।

6/6

6

বিরাটের কথা মতো ম্যাচ শেষে ভারতীয় দলের সদস্যরা ন্যাশনাল ডিফেন্স ফান্ডে ৭৮ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন।