রাও ভুবনেশ্বর থেকে ২০ কিমির মধ্যেই খুরদা জেলার একটি গ্রামে থাকে। রাও জানান এই ক্ষুদ্র শিবলিঙ্গটিকে বানাতে তাঁর সময় লেগেছে দুদিন।
photos
TRENDING NOW
3/5
তবে এটাই প্রথমবার নয় যখন রাওয়ের শিল্পীসত্বায় মুগ্ধ প্রত্যেকে, এর আগেও পেনসিলে হকি ওর্য়াল্ড কাপ ট্রফির আকৃতি দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে, তেঁতুল বীজ ব্যবহার করেছিল ভারতীয় দলের শ্রদ্ধা জানাতে।
4/5
গত বছর ক্রিসমাসে বোতলের মধ্যে একটি চার্জ বানিয়ে ছিলেন তিনি। শুধু তাই নয় ৩.৫ ইঞ্চি সর্দার বল্লভ ভাই প্যাটেলের মিনিয়েচার বানান। এই মিনিয়েচার বানাতে সোবোনের ব্যবহার করেছিলেন তিনি।
5/5
এ ছাড়া দত বছর পেনসিল সিসের মধ্যে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও নভিন পট্টনায়কের মিনিয়েচার বানিয়েছিলেন।