Nusrat-Yash: ছুটির মুডে যশ-নুসরত, কোথায় চললেন তাঁরা?

Dec 29, 2021, 19:39 PM IST
1/6

এয়ারপোর্ট লুক

Airport Look

নিজস্ব প্রতিবেদন: কাজের ফাঁকে একে অপরের সঙ্গে ছুটি কাটাতে কলকাতা ছাড়লেন যশ নুসরত।   

2/6

ম্যাচিং ড্রেস

Matching Dress

বুধবার ড্রেসের টুইনিং করে একটি ছবি পোস্ট করেন যশরত। ক্যাপশনে লেখেন, এটাই তাঁদের এয়ারপোর্ট লুক।   

3/6

দুজনে

together

ঈশানের জন্মের পর এই প্রথমবার একসঙ্গে ঘুরতে গেলেন যশরত।   

4/6

ডেস্টিনেশন

Destination

তবে কোথায় চললেন তাঁরা? সে কথা অবশ্য ফাঁস করেননি দুজনের কেউই।   

5/6

শুটিংয়ে কাশ্মীর

Shooting in Kashmir

কিছুদিন আগে ছবির শুটিংয়ে কাশ্মীরে গিয়েছিলেন তাঁরা।   

6/6

আগামী ছবিতে

Next Movie

শিলাদিত্য মৌলিকের আগামী ছবিতে একসঙ্গে দেখা যাবে যশ নুসরতকে।