মোমবাতির আলো মেখে ভালোবাসার বার্তা দিলেন নুসরত

Dec 10, 2020, 19:48 PM IST
1/5

বরাবরই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে এসেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ইদ থেকে দুর্গাপুজো সমস্ত অনুষ্ঠানে অংশ নিয়ে বারবারই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন আসলে 'ভালোবাসাই ধর্ম'।   ছবি-ইনস্টাগ্রাম

2/5

ফের একবার ভালোবাসার কথাই শোনা গেল নুসরতের গলায়। পার্সি কবি রুমির কবিতা শেয়ার করে ভালোবাসার পাঠ পড়ালেন সাংসদ, অভিনেত্রী।    ছবি-ইনস্টাগ্রাম

3/5

নুসরত লেখেন, ''যারা ভালবাসা অনুশীলন করে তাদের কোনও ধর্ম বা স্ট্যাটাস হয় না। .. আপনি যেই হোন, যে কাজই করুন না কেন, ভালোবাসতে ভুলো না''...রুমি।   ছবি-ইনস্টাগ্রাম

4/5

ভালবাসার কথা বলার সঙ্গে মোমবাতির মিঠে আলোয়, খোলা চুলে নিজের বেশকিছু ছবি ক্যামেরাবন্দি করে তা পোস্ট করেছেন নুসরত।   ছবি-ইনস্টাগ্রাম

5/5

প্রসঙ্গত সম্প্রতি 'অশনি সংকেত' ছবির কাজ শেষ করে লন্ডন থেকে ফিরেছেন নুসরত জাহান।    ছবি-ইনস্টাগ্রাম