অনলাইনে মিলছে কলকাতা ডার্বির টিকিট, জেনে নিন কোথায়

Aug 24, 2018, 18:45 PM IST
1/5

 অবশেষে অনলাইনে এল বড় ম্যাচের টিকিট। শুক্রবার এক প্রেস বিবৃতি জারি করে একথা ঘোষণা করেন আইএফএ-র সচিব উত্পলকুমার গঙ্গোপাধ্যায়। 

2/5

আগামী ২ সেপ্টেম্বর কোয়েস ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের টিকিট তাই এবার বাড়ি বসেই কেটে ফেলতে পারবেন ফ্যানেরা। 

3/5

এতদিন বড় ম্যাচের টিকিটের জন্য ছুটতে হত ক্লাব তাঁবুতে। অথবা টিকিট মিলত স্টেডিয়ামে। অফিস ফেরত বাড়তি ঝক্কি এবার পোহাতে হবে না আর। মাউসের কয়েকটা ক্লিকেই মিলবে টিকিট। শুক্রবার আইএফ-এ সচিব টিকিটের হালহদিশ জানিয়েছেন সংবাদমাধ্যমকে। 

4/5

www.kyazoonga.com-এ মিলবে বড় ম্যাচের টিকিট। এই প্রথম অনলাইনে মিলছে বড় ম্যাচের। শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। এজন্য ইন্দাস এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে আইএফএ। 

5/5

টিকিদের দরও জানিয়ে দিয়েছে আইএফএ। তালিকা অনুসারে লোয়ার ও আপার টিয়ারে ১০০ টাকা, মিডল টিয়ারে ২০০ টাকা, ডান ও বাঁ দিকের ভিআইপি বক্সে ৫০০ টাকা ও মাঝের বক্সে ৮০০ টাকা দিতে হবে টিকিটের দাম।