Bengal Weather Update: বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত! দহনশেষে এবার কি তবে বৃষ্টি-প্লাবনে ভাসবে বঙ্গ?

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের সক্রিয় হবে মৌসুমি বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

| Jun 26, 2024, 17:16 PM IST

অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গের সক্রিয় হবে মৌসুমি বায়ু। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আজকের বিকেলের আবহাওয়ার আপডেট। 

1/6

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

এর ফলে আগামী তিন-চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

2/6

ওয়াইড স্প্রেইড রেইন

আগামী তিন-চার দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি; 'ফেয়ারলি ওয়াইড স্প্রেইড' থেকে 'ওয়াইড স্প্রেইড রেইন' হবে দক্ষিণবঙ্গে।

3/6

বেশি বৃষ্টি

শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।

4/6

দক্ষিণবঙ্গ জুড়ে

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।

5/6

উত্তরবঙ্গেও

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

6/6

ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কমবে।