ভোটের মুখে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে সমস্যা খুঁচিয়ে তুললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি। তাঁর দাবি পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে চলেছে। এই অবস্থায় ভারত সিন্ধু জলবন্টন চুক্তি মানতে বাধ্য নয়।
2/5
S 4
বৃহস্পতিবার নিতিন গডকরি বলেন, তিনটি নদীর জল ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়। সেই জল আটকাতে চাই না। ওই চুক্তির মূল ভিত্তি ছিল ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় থাকা। সেই পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে।
photos
TRENDING NOW
3/5
S 3
গডকরি বলেন, পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে। পাকিস্তান যদি সন্ত্রাসের পথ না ছাড়ে তাহলে তিন নদীর চাল আটকে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।
4/5
S 2
গডকির আরও বলেন, ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর পাকিস্তান সিন্ধু জল চুক্তির ভিত্তিটাই নষ্ট করে দিয়েছে। লোকজন আমার ওপরে চাপ দিচ্ছে পাকিস্তানকে এক বিন্দু জলও যেন দেওয়া না হয়।
5/5
s 1
উল্লেখ্য, ১৯৬০ সালে এই চুক্তি সাক্ষরিত হয়েছিল জওহরলাল নেহরু ও প্রাক্তন পাক প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে। ঠিক হয় সিন্ধু, চেনাব ও ঝেলম নদীর জল যাবে পাকিস্তানে। অন্যদিকে বিয়াস, রবি ও সাতলেজ নদীর জল ভারতে আসবে।