1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
অভিনব বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জিতেছিলেন। ১৩ বছর পর ফের কেউ সেই নজির গড়লেন। সারা ভারত আজ নীরজের নামে জয়ধ্বনি দিচ্ছে। এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল ভারত ও গোটা বিশ্ব। জীবনের প্রথম অলিম্পিক্সেই সোনা ছিনিয়ে এনে ইতিহাসকে যেন নতুন করে লিখলেন নীরজ। কিন্তু তাঁর এই সাফল্যের দিনেই যাঁর হাত দিয়ে ভারতের অলিম্পিক্স পদকযাত্রা শুরু হয়েছিল তাঁকে স্মরণ করা দরকার।
5/8
আলাদা করে কলকাতার অবশ্য বিশেষ গর্ব হওয়ার কথা। কেননা নরম্যান প্রিচার্ড এই কলকাতাতেই জন্মেছিলেন। কলকাতা সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা। তিনি ফুটবলও খেলতেন। শোভাবাজারের ফুটবল টিমের বিরুদ্ধে খেলেওছেন। অলিম্পিক্সে তিনি শুধু ভারতের প্রতিনিধিত্বই করেননি, তিনি ছিলেন এশিয়ার প্রতিনিধিও। ১৮৭৫ সালে ২৩ জুন তাঁর জন্ম।
7/8
8/8
photos