স্বাধীনতা দিবস থেকে বারাণসীতে গঙ্গায় চলবে এই বিলাসতরী

Aug 12, 2018, 21:52 PM IST
1/9

cruise55

১৫ অগস্টে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে আধুনিক ক্রুজে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

১৫ অগস্ট থেকে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে আধুনিক ক্রুজে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। 

2/9

alka

ক্রুজটির নাম অলকানন্দ কাশী।

ক্রুজটির নাম অলকানন্দ কাশী।    

3/9

cruis

প্রাথমিকভাবে বারাণসীর অসি ঘাট থেকে রাজঘাট পর্যন্ত চলবে এই বিলাসতরী।

প্রাথমিকভাবে বারাণসীর অসি ঘাট থেকে রাজঘাট পর্যন্ত চলবে এই বিলাসতরী। 

4/9

crr88

প্রায় ১২ কিলোমিটার যাত্রাপথে গঙ্গায় বিলাসতরীর সওয়ারি করতে পারবেন পর্যটকরা।

প্রায় ১২ কিলোমিটার যাত্রাপথে গঙ্গায় বিলাসতরীর সওয়ারি করতে পারবেন পর্যটকরা।  

5/9

crr44

২০০০ স্কোয়্যার ফুটের এই বিলাসবহুল দ্বিতল এই জাহাজে  রয়েছে সবরকম অত্যাধুনিক সুযোগসুবিধা।

২০০০ স্কোয়্যার ফুটের এই বিলাসবহুল দ্বিতল এই জাহাজে  রয়েছে সবরকম অত্যাধুনিক সুযোগসুবিধা। 

6/9

cccccrr

আপত্কালে লাইফবোটও ও সেফটি জ্যাকেট পরিষেবাও রয়েছে।

আপত্কালে লাইফবোটও ও সেফটি জ্যাকেট পরিষেবাও রয়েছে।  

7/9

ccc

ক্রজ ভ্রমণে খরচ পড়বে জন পিছু ৭৫০ টাকা।

ক্রজ ভ্রমণে খরচ পড়বে জন পিছু ৭৫০ টাকা। 

8/9

cc

কলকাতা থেকে ১৪০০ কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে বারাণসীতে পৌঁছেছে জাহাজটি।

কলকাতা থেকে ১৪০০ কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে বারাণসীতে পৌঁছেছে জাহাজটি। 

9/9

nordik1

নর্ডিক ক্রুজলাইন জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচিতে উত্সাহিত হয়েছে তারা।

নর্ডিক ক্রুজলাইন জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচিতে উত্সাহিত হয়েছে তারা।