একশো টাকার বেশি দর কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের

Nov 30, 2018, 18:28 PM IST
1/7

৬ মাস দরবৃদ্ধির পর দাম কমল রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা কমল দর।   

2/7

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম  ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। 

3/7

চলতি বছরের জুন থেকে বাড়ছিল ভর্তুকিযুক্ত রান্না গ্যাসের দাম। গত ১ নভেম্বরে বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা। 

4/7

ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমছে ১৩৩ টাকা। দিল্লিতে দাম পড়বে ৮০৯.৫০ টাকা। 

5/7

বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকির অঙ্ক পৌঁছে যায় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।  

6/7

ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা। নভেম্বরে ব্যাঙ্কে ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। 

7/7

আইওসি জানিয়েছে, আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। টাকার দামেও উন্নতি ঘটেছে। সে কারণেই কমল সিলিন্ডারের দাম।