রাজ্যে দর্শকশূন্য পুজোর সিদ্ধান্ত, জেনে নিন কী কী নির্দেশিকা হাইকোর্টের

Oct 19, 2020, 15:34 PM IST
1/5

ভার্চুয়াল কভারেজ করা যেতে পারে। সাধারণ দর্শক ভার্চুয়াল দেখবেন। 

2/5

জনস্বার্থে সব প্যান্ডালে নো এন্ট্রি জোন করতে হবে। এমনকি ছোট প্যান্ডেলে ৫ মিটার দূরত্ব, বড় ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব রাখতে হবে। প্যান্ডেলের এরিয়া ব্যারিকেড করতে হবে।   

3/5

কমিটির যাঁদের নাম থাকবে, তাঁরা ছাড়া বাইরের কেউ আসবেন না। তাঁদের নাম তালিকা আগে থেকে দিতে হবে।   

4/5

সমস্ত স্থানে স্থানে ভিড় নিয়ন্ত্রণের সচেতনতার অভিযান চালাতে হবে।

5/5

কী করা হল বা কতটা বিধি নিষেধ  মানা হল তা লক্ষ্মীপুজোর পর হলফনামা দিয়ে জানাবে ডিজিপি, পুলিস কমিশনার। ৫ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে।