ওড়িশায় তাণ্ডবের পর বাংলার দিকে ফণির ধেয়ে আসার খবরে রীতিমম থরহরিকম্প অবস্থা হয়েছিল রাজ্যবাসীর।
photos
TRENDING NOW
3/5
তবে সেসব আশঙ্কাকে কাটিয়ে অবশেষে রোদের দেখা মিলল শহরের বেশ কয়েকটি জায়গায়। প্রভাব ফেলতে পারেনি ফণি
4/5
শনিবার ফণির প্রভাবে, হালকা বা মাঝারি বৃষ্টিপাত হলেও ক্ষতির কোনও আশঙ্কা নেই। শক্তি হারিয়ে বঙ্গে প্রবেশের কারণএ বিশেষ ক্ষয়ক্ষতি করতে পারেনি ঘূর্ণিঝড়। কার্যত কান ঘেঁসেই বেরিয়ে গিয়েছে সে। ফণির ভয়ে রাত জাগলেও বেঁচে গিয়েছে কলকাতা।
5/5
রাতে ঝড়-বৃষ্টির কারণে বিক্ষিপ্ত এলাকায় গাছ বা বাড়ি ভাঙার খবর এলেও তার পরিমান খুবই কম। যা কার্যত স্বস্তির। গতকাল উড়িশায় সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণি। লন্ডভন্ড হয়ে যায় গোটা ভূবনেশ্বর। মৃতের সংখ্যা প্রায় আট।