১০০০ সিসির ইঞ্জিন থেকে পাওয়া যাবে ৭১ বিএইচপির ম্যাক্স পাওয়ার ও ৯৬ এনএম এর ম্যাক্স টর্ক। টার্বো ভেরিয়েন্ট থেকে ৯৯ বিএইচপির ম্যাক্স পাওয়ার ও ১৬০ এনএমের ম্যাক্স টর্ক।
4/11
প্রথম ইঞ্জিনে ১৮ ও দ্বিতীয় ইঞ্জিনে ২০ কিমি পর্যন্ত মাইলেজ দেবে।
5/11
এই গাড়িটি আটটি রঙে পাবেন। Nissan Magnite থাকছে Power windows Front, Passenger Airbag, Power Steering, Anti Lock Braking system, Power Windows Rear, Wheel Covers, Driver Airbag,Rear Ac vent,
6/11
গাড়ির চাকা বেশ মোটা। যার ফলে দুর্ঘটনা এড়িয়ে যাবে Nissan Magnite।
7/11
সিট বেল্ট না পরলে, দরজা খোলা থাকলে গাড়িই আপনাকে জানিয়ে দেবে। তার সঙ্গে টেইল গেট খোলা রাখলেও জানাবে গাড়ি।
8/11
Nissan Magnite এর দাম ৫ লাখ টাকা। সর্বোচ্চ মডেলের দাম প্রায় ৯.৮৭ লাখ টাকা।