Neeraj Chopra: দেশের পর এবার বাবা মায়ের স্বপ্ন পূরণ করলেন নীরজ, সফর করালেন বিমানে

অভিনব বিন্দ্রার পরে তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে সোনা জিতেছেন

Sep 11, 2021, 14:13 PM IST

দেশের সোনার ছেলে নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুড়ে দেশকে এনে দিয়েছেন সোনার পদক। অভিনব বিন্দ্রার পরে তিনিই প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে সোনা জিতেছেন। দেশের ইতিহাসে ট্র্যাক এন্ড ফিল্ড খেলায় তিনিই একমাত্র সোনা জয়ী ক্রীড়াবিদ। দেশের মুখ উজ্জ্বল করার পর এবার তিনি মন দিয়েছেন বাবা মায়ের স্বপ্ন পূরণে। তাদের নিয়ে এবার তিনি সফর করলেন বিমানে।    

 

1/6

দেশের মুখ উজ্জ্বল

niraj wins gold

দেশের মুখ উজ্জ্বল করে সোনা জিতলেন নীরজ চোপড়া। জাভেলিন ছুঁড়লেন ৮৭.৫৮ মিটার।

2/6

শিক্ষার্থী যখন প্রধানমন্ত্রী

PM sees javelin from Niraj

সোনা জিতে দেশে ফেরার পরে দেখা করলেন প্রধানমন্ত্রীর সাথে, দেখালেন নিজের জ্যাভেলিন                  

3/6

স্বপ্ন পূরণ

dream come true

অভিনব বিন্দ্রার পরে প্রথম বার সোনা এলো ভারতে। ট্র্যাক এন্ড ফিল্ড ইভেন্টে ভারতের প্রথম সোনা জয়ী নীরজ

4/6

বিমান সফর

first flight

ভারতের পর এবার স্বপ্ন পূরণ করলেন নিজের বাবা মায়ের। তাদেরকে প্রথমবার সফর করলেন বিমানে

5/6

সুখী পরিবার

happy family

বাবা মায়ের সঙ্গে বিমানের ভেতরে হাসি মুখে তুললেন ছবি

6/6

আমরা সবাই

together all of us

বিমানের সকলের সাথে ছবি তুললেন হাসি মুখে।