''কিল নরেন্দ্র মোদী'', তিন শব্দের হুমকি মেল ফাঁস! ঘুম উড়েছে গোয়েন্দাদের

Sep 03, 2020, 20:16 PM IST
1/5

কিল নরেন্দ্র মোদী। এই তিনটি শব্দ লেখা হুমকি মেইল ফাঁস করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আর তার পর থেকেই ঘুম উড়েছে গোয়েন্দাদের।

2/5

সাম্প্রতিক অতীতে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে এত বড় হুমকির মুখোমুখি হতে হয়নি গোয়েন্দাদের। দেশের প্রধানমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রে কারা জড়িত, তা খুঁজে বের করতে কালঘাম ছুটছে গোয়েন্দাদের।

3/5

মোদীর প্রাণ সংশয় রয়েছে। আর তাই ইতিমধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি লিখেছে এনআইএ। একটি অজ্ঞাত মেইল আইডি থেকে আরেক আইডি-তে এই নির্দেশ দিয়েছে কেউ বা কারা!

4/5

৮ অগাস্ট এই মেইল করা হয়েছিল। এই মেইল চালাচালির পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।  

5/5

ylalwani12345@gmail.com থেকে info.mum.nia@gov.in আইডি-তে এই মেইল পাঠানো হয়েছিল। সেখানে শুধুমাত্র তিনটি শব্দ লেখা ছিল। কিল নরেন্দ্র মোদী।