চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

| Jan 31, 2019, 07:18 AM IST
1/6

চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

# হ্যামিলটনের সেডান পার্কে চতুর্থ একদিনের ম্যাচে মুখোমুখি ভারত- নিউ জিল্যান্ড।

2/6

চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

# পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। হোয়াইটওয়াশের লক্ষ্যে মেন ইন ব্লুজরা।

3/6

চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

#  একদিনের ক্রিকেটে আজ অভিষেক শুভমান গিলের। বিরাট কোহলির পরিবর্তে তিনি দলে এলেন।

4/6

চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

# একদিনের ক্রিকেট কেরিয়ারে ২০০ তম ম্যাচ খেলবেন রোহিত শর্মা। এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বেও তিনি।

5/6

চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

#  টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

6/6

চতুর্থ একদিনের ম্যাচে অভিষেক শুভমানের, টস জিতে বোলিং নিউ জিল্যান্ডের

#  চতুর্থ একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ :   রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, আম্বাতি রায়াডু, কেদার যাদব, দীনেশ কার্তিক (উইকেটকিপার) , হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, খলিল আহমেদ।