শেষ করোনা রোগী বাড়ি ফিরেছেন, করোনা মুক্ত এই দেশ

Jun 08, 2020, 18:23 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কোথাও হাহাকার, কোথাও বা স্বস্তির নিশ্বাস। তবে আপাতত করোনা মোকাবিলায় জয়ী নিউ জিল্যান্ড। শেষ করোনা আক্রান্ত বাড়ি ফিরে গিয়েছেন। দেশে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা শূন্য। অর্থাৎ করোনা মুক্ত কিউই।

2/5

 আজ সকালেই ওশিয়ানিয়ার এই দেশ নিজেদের করোনা মুক্ত বলে দাবী করেছে। কিন্তু গোটা বিশ্ব যখন করোনা হানায় বিপর্যস্ত, তখন কোন মন্ত্রবলে করোনা লড়াই জিতল জ্যাসিন্ডো আর্ডের্নের নিউ জিল্যান্ড।

3/5

সহজ উত্তর একটাই "লকডাউন।" দেশে কঠোর ভাবে পালিত হয়েছে লকডাউন। লকডাউনে দেশের আম জনতা যেন বাড়ির বাইরে না থাকে তা নিশ্চিত করেছিল কিউই সরকার। তার জেরেই নোভেল মোকাবিলা করতে সক্ষম হয়েছে নিউ জিল্যান্ড।

4/5

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী সে দেশে শেষ করোনা আক্রান্তর হদিশ মিলেছিল ২২ মে। শেষ করোনা রোগীও একেবারে সুস্থ। যার জেরেই করোনা বিজয় করেছে সেই দেশ। ধীরে ধীরে লকডাউন তুলে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে কিউইরা।

5/5

কড়া লকডাউনের ফলেই নিউ জিল্যান্ডে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন মাত্র ১ হাজার ৫০৪ জন। মৃত্যু হয়েছিল ২২ জনের। সকলেই সুস্থ, নতুন ছন্দে ফিরছে নিউ জিল্যান্ড।