Punjab: প্রাক্তন বিধায়কদের পেনশনে কোপ, নতুন ফর্মুলা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
Mar 26, 2022, 13:10 PM IST
1/5
এক মেয়াদের পেনশন বিধায়কদের
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুক্রবার জানিয়েছেন যে প্রাক্তন বিধায়করা এখন শুধুমাত্র একটি মেয়াদের জন্যই পেনশন পাবেন। প্রতিবার বিধায়ক হওয়ার ফলে আগের মত পেশনের পরিমাণ বৃদ্ধি হবে না।
2/5
কীভাবে বাড়ে পেনশন
একজন বিধায়ক এক মেয়াদের জন্য প্রতি মাসে প্রায় ৭৫,০০০ টাকা পেনশন পান। এরপরে, পরবর্তী প্রতিটি মেয়াদের জন্য পেনশনের সঙ্গে অতিরিক্ত ৬৬ শতাংশ দেওয়া হয়।
photos
TRENDING NOW
3/5
কত জন পাচ্ছেন পেনশন
২৫০ জনের বেশি প্রাক্তন বিধায়ক বর্তমানে এই হারে পেনশন পাচ্ছেন।
4/5
কী হবে এই টাকায়
মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে সঞ্চিত অর্থ মানুষের কল্যাণে ব্যয় করা হবে।
5/5
পারিবারিক পেনশন কমবে
প্রাক্তন বিধায়কদের পারিবারিক পেনশনও হ্রাস করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মান।