পাঠ্যবইয়ে জায়গা পেল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরগাথা

May 16, 2019, 23:19 PM IST
1/5

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইক় নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। এবার সেই কংগ্রেস শাসিত রাজস্থানেই স্কুলের পাঠ্যবইয়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরগাথা অন্তর্ভুক্ত হল। 

2/5

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

নবম শ্রেণীর সোশ্যাল সায়েন্স পাঠ্য বইতে জায়গা পেলেন অভিনন্দন বর্তমান ও বায়ু সেনার এয়ারস্ট্রাইকের ঘটনা। জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু। তার পরই ছাত্র-ছাত্রীরা অভিনন্দন বর্তমানের সম্পর্কে পড়ার সুযোগ পাবে।  

3/5

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

এয়ার স্ট্রাইক ও অভিনন্দন বর্তমান বীরত্বের কথা লেখা থাকলেও কতজন জঙ্গি বালাকোটে মারা গিয়েছে, তাঁর কোনও উল্লেখ থাকবে না। রাষ্ট্রীয় সুরক্ষা ও শৌর্য্য পরম্পরা অধ্যায়ে নতুন এই অংশ সংযোজিত হবে। 

4/5

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ু সেনা। পাকিস্তানের অত্যাধুনিক বিমান এফ-১৬ ভারতীয় ভূখণ্ডে হামলার চেষ্টা করেছিল। কিন্তু অভিনন্দনের বিমান গুলি করে সেটিকে ধংস করে। কিন্তু তিনি গিয়ে পড়েন পাকিস্তানের মাটিতে। এর পর অত্যন্ত বীরত্বের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছিলেন তিনি। শেষমেশ দেশে ফিরে আসেন এই সাহসী বায়ুসেনা। 

5/5

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

পাঠ্যবইয়ে অভিনন্দন বর্তমান

২৬ ফেব্রুয়ারি, ২০১৯-এ পাকিস্তানের বালাকোটে  হামলা চালিয়েছিল ১২টি ভারতীয় যুদ্ধবিমান। এসব কথাই লেখা থাকবে পাঠ্যবইতে।