বাথটাবে পড়েই শেষ? শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করুক সিবিআই, দাবিতে সরব নেট জনতা

Aug 12, 2020, 15:34 PM IST
1/5

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত করুক সিবিআই। এবার এমন দাবিতেই সরব হলেন নেট জনতা 

2/5

২০১৮ সালে দুবাইতে এক আত্মীয়ের বিয়েতে যান শ্রীদেবী। দুবাইয়ের হোটেলের ঘরে বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউডের প্রথম ফিমেল সুপারস্টারের। যা নিয়ে ওই সময় জোর শোরগোল শুরু হলেও, শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয়, বাথটাবে পড়ে হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয় শ্রী-র 

3/5

দুবাই প্রশানোর তরফেও জানানো হয় সেই একই কথা 

4/5

তবে শ্রীদেবীর মৃত্যু নিয়ে তখনও যেমন প্রশ্ন উঠতে শুরু করে, এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ফের মাথাচাড়া দিয়ে উঠল নেট জনতার পুরনো সেই দাবি 

5/5

শ্রীদেবীর মৃত্যুর তদন্ত সটিক পথে এগোলে, রিয়া চক্রবর্তীর মতোই বনি কাপুরের অবস্থা হত বলেও নেট জনতার একাংশের দাবি। যদিও কাপুর পরিবারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি