'ফিরসে মোদী সরকার'-এর পথে কাঁটা উত্তরপ্রদেশ, ইঙ্গিত সি ভোটারের জনমত সমীক্ষার

Mar 11, 2019, 14:44 PM IST
1/7

পিসি-ভাইপোর জোট না হলে লোকসভা ভোটে এনডিএ-র ৩০০ আসন প্রাপ্তি নিয়ে কোনও সন্দেহই থাকত না। কিন্তু উত্তরপ্রদেশে সপা-বসপার সমঝোতার জেরে ধাক্কা খাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এমনটাই ইঙ্গিত দিচ্ছে সি ভোটারের জনমত সমীক্ষা। 

2/7

পুলওয়ামা জইশ-এ-মহম্মদের আত্মঘাতী হামলা, তারপর বালাকোটে এয়ার স্ট্রাইক- দেশজুড়ে বইছে জাতীয়তাবাদের হাওয়া। যার ফায়দা সরাসরি পৌঁছতে পারে বিজেপির ভোটবাক্সে। কিন্তু উত্তরপ্রদেশেই হোঁচট খাচ্ছে বিজেপি। 

3/7

সি ভোটারের জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা ভোটে ২৬৪টি আসন পেতে চলেছে এনডিএ। অর্থাত্ জাদু সংখ্যা ২৭২টি আসনের চেয়ে ৮টি কম। 

4/7

বিজেপি একাই পেতে পারে ২২০টি আসন। শরিকদের সংগ্রহে ৪৪টি। কিন্তু উত্তরপ্রদেশে সপা-বসপার জোট না হলে ৩০৭টি আসন পেতে পারত এনডিএ। সে রাজ্যে বিজেপি পেতে পারে ২৯টি আসন। গতবার তারা পেয়েছিল ৭১টি। সপা-বসপা জোট না হলে ৭২টি আসন পেতে পারত গেরুয়া শিবির।  

5/7

তবে ইউপিএ জোট অনেকটাই পিছিয়ে রয়েছে এনডিএ-র চেয়ে। ইউপিএ পেতে চলেছে ১৪১টি আসন। বাকি দলগুলির ঝুলিতে থাকছে ১৩৮টি আসন। 

6/7

তবে সরকার গঠনের সুযোগ এনডিএ-র রয়েছে। বিজু জনতা দল, মিজো ন্যাশনাল ফ্রন্ট ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ভোটের পর সমর্থন দিলে এনডিএ-র আসন বেড়ে পৌঁছবে ৩০১-এ। 

7/7

এনডিএ-র ভোটের হার থাকতে পারে ৩১.১ শতাংশ। ইউপিএ-র ভোটের হার ৩০.৯%। অন্য দলগুলি পেতে পারে ২৮ শতাংশ।