নৌসেনা সপ্তাহে খিদিরপুরে হাজির দুই পরাক্রমশালী যুদ্ধ জাহাজ, দেখুন ছবি

| Dec 14, 2019, 20:00 PM IST
1/6

s 6

s 6

নৌসেনা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষের দেখার জন্য খিদিরপুর ডকে আনা হল দেশের আধুনিকতম যুদ্ধ জাহাজ আইএনএস ঐরাবত ও আইএনএস কৃপাণকে। শুক্র ও শনিবার ওই দুই যুদ্ধ জাহাজ দেখাতে ভিড় করেছিলেন বহু মানুষ।

2/6

S 5

S 5

যুদ্ধ জাহাজ দুটি বিশাখাপত্তনমে ভারতীয় উপকূল রক্ষার কাজে নিয়োজিত।

3/6

S 4

S 4

আইএনএস কৃপানে রয়েছে ৪টি পি-২১ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ৯০-১০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।  এর একেবারে সামনে রয়েছে একে ১৭৬ কামান। এর সাহায্যে মিনিটে ৯০০ রাউন্ড গুলি ছুড়ে ৩০-৩৫ কিলোমিটার দূরের কোনও শত্রুকে নাস্তানাবুদ করা যেতে পারে।

4/6

S 3

S 3

এই যুদ্ধ জাহাজে রয়েছে রয়েছে হেলিপ্যাড। এছাড়াও শত্রুপক্ষের রেডারকে ধোঁকা দেওয়ার জন্যে প্রয়োজনীয় প্রযুক্তি রয়েছে এই জাহাজে।

5/6

S 2

S 2

নৌসেনা আধিকারিকদের কথায় আইএনএস কৃপাণ হল ছোট প্যাকেজে বড় ধামাকার মতো। কোনও গোপন অপারেশনে যেতে এই  জাহাজের জুড়ি নেই।

6/6

s 1

s 1

অন্যদিকে, নৌবাহিনীর আরও একটি শক্তি হল আইএনএস ঐরাবত। এটি মূলত জরুরি পরিস্থিতিতে ট্রুপার, ট্যাঙ্ক ও মিসাইল বহন করে অন্য যুদ্ধ জাহাজ বা অন্য কোনও জায়গায় পৌঁছে দিতে পারে। হেলপ্যাড, উন্নত রেডার, সিগন্যাল প্রযুক্তি এই যুদ্ধজাহাজকে পরাক্রমশালী করে তুলেছে। ছবি ও তথ্য-সুকান্ত মুখোপাধ্যায়