বুধবারের বৈঠকের আগে মমতাকে বাংলায় ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

Sep 17, 2019, 17:43 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের পর প্রথমবার আগামিকাল অর্থাত্ বুধবার মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। তার আগে এদিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তাঁকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। 

2/6

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলা ও ইংরেজি জন্মদিনের শুভেচ্ছা দেন মমতা। লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কে জন্মদিনের শুভেচ্ছা। 

3/6

বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। টুইট করেন, মমতা দিদি আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। 

4/6

এদিনই কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদা বেনের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুশল বিনিময়ের পর মোদী-জায়াকে একটি শাড়িও উপহার দেন মুখ্যমন্ত্রী। 

5/6

বলে রাখি, মঙ্গলবার দিল্লিতে উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক। লোকসভা ভোটের পর প্রথমবার দুজনের সাক্ষাত্।   

6/6

দিল্লিতে উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলে যান, 'দিল্লি যাচ্ছি কারণ রাজ্যের কিছু টাকা পাওনা আছে। এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে গেইল-এর কিছু প্রবলেম আছে। সুযোগ পেলে সেসব নিয়ে কথা বলব। রাজ্যের নাম পরিবর্তন নিয়েও কথা হবে। ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করার বিষয়েও আলোচনা করব।'