করোনার ভয়ে কাঁপছে আরেক 'করোনা'! মহাবিপদে পড়েছেন গ্রামবাসীরা

Mar 28, 2020, 15:49 PM IST
1/5

করোনা গ্রামে আতঙ্ক

করোনা গ্রামে আতঙ্ক

করোনার ভয়ে কাঁপছে আরেক করোনা। অস্ট্রিয়ার আল্পস পর্বতের পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রামটির নামও করোনা। সেন্ট করোনা।

2/5

করোনা গ্রামে আতঙ্ক

করোনা গ্রামে আতঙ্ক

সারা বিশ্বে এখন তাণ্ড চালাচ্ছে করোনাভাইরাস। একের পর এক দেশে লকডাউন। আর এই মারণ ভাইরাসের সঙ্গে নামের মিল হওয়ায় মহাবিপদে পড়েছেন করোনা গ্রামের বাসিন্দারা।

3/5

করোনা গ্রামে আতঙ্ক

করোনা গ্রামে আতঙ্ক

সেন্ট করোনা গ্রামের বেশিরভাগ মানুষ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। ভিয়েনা থেকে ১০০ কিমি দক্ষিণে অবস্থিত এই গ্রামে সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে। কিন্তু এখন সেখানে শ্মশানের নিস্তব্ধতা। 

4/5

করোনা গ্রামে আতঙ্ক

করোনা গ্রামে আতঙ্ক

করোনা গ্রামের মানুষ এবার আতঙ্কে ভুগছেন। কারণ এই নাম তাঁদের পর্যটন শিল্পে প্রভাব ফেলতে পারে। মেয়র মাইকেল গ্রবের  গ্রামের নাম বদলে ফেলার প্রস্তাব দিয়েছেন। 

5/5

করোনা গ্রামে আতঙ্ক

করোনা গ্রামে আতঙ্ক

গ্রামে সব মিলিয়ে ৪০০ পরিবারের বাস। সবার আশঙ্কা, এই দুর্যোগ মিটে গেলে তাঁদের গ্রামের পর্যটন শিল্পে ভয়াবহ প্রভাব পড়বে। উল্লেখ্য, অস্ট্রিয়ায় এখনও পর্যন্ত চার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মৃত্যু হয়েছে ২১ জনের।