'নমক ইশক কা', নর্তকী 'ইরাবতী'র লুকে ঝড় তুললেন মোনালিসা

Dec 10, 2020, 22:26 PM IST
1/10

এবার নর্তকীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মোনালিসাকে। সৌজন্যে 'নমক ইশক কা'। 

2/10

ধারাবাহিকে ইরাবতীর চরিত্রে মোনালিসার লুক প্রকাশ্যে আনল নির্মাতারা।

3/10

'নমক ইশক কা' ধারাবাহিটি নর্তকী ইরাবতীর জীবনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। 

4/10

ধারাবাহিকে দেখা যাবে ইরাবতী বিয়ে করতে চায়, কিন্তু সমাজ তাঁকে ঘরের বউ হিসাবে মেনে নিতে অস্বীকার করে ৷

5/10

ধারাবাহিটিতে বহুদিন আগে হারিয়ে যাওয় দুই বন্ধুর মিলনে নতুন মোড় নিতে দেখা যাবে। 

6/10

'নমক ইশক কা' ধারাবাহিটির জন্য 'নর্তকী ইরাবতী' মোনালিসার নতুন লুক প্রকাশ্যে আসার সঙ্গেই তা নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

7/10

'নমক ইশক কা' ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন শ্রুতি শর্মা, যার চরিত্রের নাম চঞ্চম। 

8/10

অভিনেতা আদিত্য ওঝাকে দেখা যাবে চঞ্চম অর্থাৎ শ্রুতি শর্মার হারিয়ে যাওয়া বন্ধু ও পরবর্তী সময়ে স্বামীর ভূমিকায়।  

9/10

 'নমক ইশক কা'-ইরাবতীর চরিত্রটি মূলত খলনায়িকার বলেই জানা যাচ্ছে। 

10/10

প্রসঙ্গত, মোনালিসা ভোজপুরি অভিনেত্রী হিসাবে বেশ জনপ্রিয়। এছাড়াও বলিউডে বিভিন্ন নাচের শো এবং ধারাবাহিকেএ দেখা গিয়েছে তাঁকে। ২০১৭তে ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংকে বিয়ে করেন মোনালিসা।