পেট্রলের প্রতি লিটারে দিতে হবে পাঁচ টাকা বেশি! 'করোনা ট্যাক্স' বসাল এই রাজ্য

Apr 29, 2020, 13:36 PM IST
1/5

করোনা ট্যাক্স

করোনা ট্যাক্স

করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি মুষড়ে পড়েছে। তাই এবার পেট্রল, ডিজেলে অতিরিক্ত করোনা ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নিল মেঘালয়ের সরকার। 

2/5

করোনা ট্যাক্স

করোনা ট্যাক্স

প্রতি লিচার পেট্রলে পাঁচ ও ডিজেলে ছটাকা করে অতিরিক্ত সেস চার্জ নেবে মেঘালয় সরকার। রাজ্যের অর্থনীতি চাঙ্গা করতেই এমন সিদ্ধান্ত। 

3/5

করোনা ট্যাক্স

করোনা ট্যাক্স

ইতিমধ্যে পেট্রল ও ডিজেলের প্রতি লিটারের দাম পাঁচ টাকা করে বাড়িয়েছে আসাম। দুই শতাংশ সেলস ট্যাক্স সারচার্জ বসিয়েছে মেঘালয় সরকারও।

4/5

করোনা ট্যাক্স

করোনা ট্যাক্স

নাগাল্যান্ডের অতিরিক্ত মুখ্য সচিব এবং অর্থ কমিশনার সেন্টিয়াংগের ইমাচেন মঙ্গলবার এমন ঘোষণা করেছেন। আজ থেকে মেঘালয়ের সব পেট্রল পাম্পে এই করোনা ট্যাক্স নেওয়া হবে।

5/5

করোনা ট্যাক্স

করোনা ট্যাক্স

শুধু পেট্রল বা ডিজেল নয়, মোটর স্পিরিট এবং লুব্রিকেন্ট কিনলেও দিতে হবে অতিরিক্ত করোনা ট্যাক্স। জানিয়ে দিয়েছে মেঘালয় সরকার।