Nabanna Abhijan: জোরদার নিরাপত্তা! দিকে দিকে অস্থায়ী পুলিস আউট পোস্ট, বন্ধ কোন কোন রাস্তা?
Nabanna Abhijan Route: মঙ্গলবারের নবান্ন অভিযানের জন্য আঁটসাঁট নিরাপত্তা পুলিসের। হাওড়া স্টেশনে প্রায় অমিল বাস। চলছে হাতেগোনা কয়েকটি সরকারি এবং বেসরকারি বাস। পায়ে হেঁটেই গন্তব্য়ের দিকে নিত্য যাত্রীরা।
1/6
নবান্ন অভিযানে ট্রাফিক রুট
2/6
নবান্ন অভিযানে ট্রাফিক রুট
photos
TRENDING NOW
3/6
নবান্ন অভিযানে ট্রাফিক রুট
PTS থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোয় অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি ভিড় রয়েছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে অতিরিক্ত ভিড়ের কারণে এসপ্ল্যানেডমুখী বহু মেট্রোর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
4/6
নবান্ন অভিযানে ট্রাফিক রুট
আলমপুরে উড়ালপুলের নীচে 'নো এন্ট্রি পয়েন্টে' সমস্ত পণ্যবাহী গাড়ি আটকানো হবে। কোনা ট্রাক টার্মিনাল (কলকাতার দিকে), কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু বরাবর হাওড়া শহরের দিকে বিধিনিষেধ। ইস্ট-ওয়েস্ট বাইপাস-ফাঁসিতলা বা বেনারস রোড-সালকিয়া দিয়ে কলকাতামুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
5/6
নবান্ন অভিযানে ট্রাফিক রুট
হাওড়া শহরের মধ্যে সবধরনের পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরো বালি ব্রিজ বা নিবেদিতা সেতুর দিকে জিরো পয়েন্ট ক্রসিংয়ে যান চলাচলে নিষেধ। ডানকুনি থেকে আগত গাড়িগুলিকে অঙ্কুরহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যে গাড়িগুলি আসছে এবং দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতার দিকে যাবে, সেগুলি নিবরা থেকে নিবেদিতা সেতু ধরে কলকাতার দিকে যেতে পারে। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
6/6
নবান্ন অভিযানে ট্রাফিক রুট
মূলত কলেজ স্কোয়্যার এবং সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে জমায়েত করার কথা বলা হয়েছে। এই দুই জায়গা থেকে মিছিল যাবে নবান্নের দিকে। কলেজ স্কোয়্যারে যে জমায়েত হবে সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, ইডেন গার্ডেন্স, হেস্টিং হয়ে নবান্নে পৌঁছনোর পরিকল্পনা। অন্য মিছিলটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নের দিকে এগোবে। ছবি সৌজন্যে: শিলাদিত্য কর
photos