আমেরিকায় নতুন শত্রু হাজির, করোনার মাঝে আবার আরেক বিপদ

May 05, 2020, 15:45 PM IST
1/5

আমেরিকার নতুন শত্রু

আমেরিকার নতুন শত্রু

করোনায় জেরবার আমেরিকা। অদৃশ্য শত্রুকে বাগে আতে হিমশিম খাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। এর মধ্যে আবার নতুন শত্রু হানা দিয়েছে সেখানে। চিন্তায় পড়েছেন আমেরিকার বিজ্ঞানীরা। 

2/5

আমেরিকার নতুন শত্রু

আমেরিকার নতুন শত্রু

ওয়াশিংটনে ঝাঁকে ঝাঁকে এশিয়ান জায়ান্ট হরনেটস (মার্ডার কিলার) এর দেখা পাওয়া গিয়েছে। দুই ইঞ্চি থেকে ৫ সেন্টিমিটার আয়তনের এই বিশাল ভীমরুল হুল ফোটালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

3/5

আমেরিকার নতুন শত্রু

আমেরিকার নতুন শত্রু

আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ১২ লাখ ১২ হাজার ৯০০ মানুষ। মারা গিয়েছেন ৬৯ হাজার ৯২১ জন। করোনার থাবায় বিপর্যস্ত আমেরিকা। তার মধ্যে এই নতুন শত্রু চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।  

4/5

আমেরিকার নতুন শত্রু

আমেরিকার নতুন শত্রু

পূর্ব এশিয়ার নাতিশীতোষ্ণ এবং গরম আবহাওয়ায় বাস করে এই বিশেষ প্রজাতির ভীমরুল। প্রতি বছর বেশ কিছু মানুষের মৃত্যু হয় এই ভীমরুল হুল ফোটানোয়। তাছাড়া এরা প্রকৃতির উপকারী প্রাণী মৌমাছিকে মেরে ফেলে। মৌমাছি ধরে এরা বাচ্চাদের খাওয়ায়।  

5/5

আমেরিকার নতুন শত্রু

আমেরিকার নতুন শত্রু

সময় মতো শেষ করতে না পারলে এই ভীমরুল গোটা আমেরিকায় ছড়িয়ে পড়তে পারে। এমনই আশঙ্কা করছে বিজ্ঞানীরা। আর তাই নতুন শত্রুকে বিনাশ করার ছক সাজাতে শুরু করেছে আমেরিকা।