ডিআরএস কেন 'ধোনি রিভিউ সিস্টেম', আবারও প্রমাণ করলেন

Sep 23, 2018, 20:51 PM IST
1/12

ধোনি রিভিউ!

DRS_1

ধোনি রিভিউ সিস্টেম- ক্রিকেট মাঠে রিভিউ চাওয়ার গুণে এই সুনাম অর্জন করেছেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার এশিয়া কাপের চতুর্থ ম্যাচে তা আরও একবার প্রমাণ করলেন প্রাক্তন অধিনায়ক। 

2/12

ধোনি রিভিউ!

DRS_2

যুজবেন্দ্র চহলের প্রথম ওভারেই ইমাম-উল-হকের পায়ে বল লাগে। লেগ বিফোরের আবেদন করেন চহল। তবে নট আউট দেন আম্পায়ার। অনেকটাই পা বাড়িয়েছিলেন ইমাম। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছিল। 

3/12

ধোনি রিভিউ!

DRS_3

ডিআরএস চাওয়ার আগে ধোনির মত নেন অধিনায়ক রোহিত শর্মা। ইতিবাচক ইঙ্গিত দেন মাহি।

4/12

ধোনি রিভিউ!

DRS_4

ডিআরএসে দেখা যায়, ইমাম উল হক আউট। সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন আম্পায়ার। ডিআরএসের বদান্যতায় প্রথম উইকেট আসে ভারতের। 

5/12

ধোনি রিভিউ!

DRS_5

তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ধোনিবন্দনা। কারণ, এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ডিআরএস নিয়ে খেলা ঘুরিয়ে দিয়েছেন মাহি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজার মজার ছবি শেয়ার করেছেন।  

6/12

ধোনি রিভিউ!

DRS_6

ক্রিকেট মস্তিষ্কে ধোনিই সেরা। 

7/12

ধোনি রিভিউ!

DRS_7

ধোনি রিভিউ নিলে আর ব্যাটসম্যানের আশা থাকে না। 

8/12

ধোনি রিভিউ!

DRS_8

'বড়ি মিসটেক'

9/12

ধোনি রিভিউ!

DRS_9

'ফোন কাট'

10/12

ধোনি রিভিউ!

DRS_10

'আন হোনি ধোনি'   

11/12

ধোনি রিভিউ!

DRS_11

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিকবার ভুল সিদ্ধান্ত নিয়ে ডিআরএস নষ্ট করেছেন অধিনায়ক বিরাট কোহলি।   

12/12

ধোনি রিভিউ!

DRS_12

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও সাকিবের আউটে বড় ভূমিকা ছিল প্রাক্তন অধিনায়ক।  সাকিবের মতগতি ঠাওর করে স্কোয়ার লেগে শিখর ধবনকে রাখতে অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শ দেন ধোনি। তার পরের বলেই ফের সুইপ করে সাকিব আল হাসান। আর ঠিক সেই জায়গাতেই তাঁকে তালুবন্দি করেন শিখর ধবন। এক ইঞ্চিও নড়তে হয়নি তাঁকে।