গ্লাভস-বিতর্ক অতীত, এবার সেনার বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে মাঠে ধোনি

Nov 10, 2019, 11:29 AM IST
1/5

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বিশ্বকাপের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে দেখা যায়নি। আপাতত রাঁচিতে জেএসসিএ স্টেডিয়ামে ট্রেনিং শুরু করেছেন মহেন্দ্র সিং ধোনি। কবে নাগাদ তাঁকে আবার ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে তারও কোনও পাকা খবর নেই। তবে তিনি নিজেকে ফিট রাখার ব্যাপারে কোনও খামতি রাখছেন না। কখনও টেনিস খেলছেন। কখনও ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝড়াচ্ছেন। 

2/5

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

জেএসসিএ স্টেডিয়ামে একটি টেনিস টুর্নামেন্ট চলছিল। সেখানে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছেন ধোনি। এদিন তাঁকে ভারতীয় সেনার বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে টেনিস খেলতে দেখা গিয়েছে। 

3/5

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

ধোনি এদিন ডাবলসে বিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৬-০, ৬-০ স্ট্রেট সেটে জয় পেয়ে। অর্থাত্ বিপক্ষ দলকে খাতাই খুলতে দেননি তিনি। তবে এদিন ধোনির খেলার থেকে সেই টি-শার্ট নিয়ে বেশি আলোচনা হল। 

4/5

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বিশ্বকাপে একটি ম্যাচের সময় বলিদান ব্যাজ আঁকা গ্লাভস পরে মাঠে নেমেছিলেন ধোনি। তা নিয়ে আইসিসি ও বিসিসিআই-এর মধ্যে চাপান-উতোর চলেছিল। প্যারা স্পেশাল ফোর্স-এর সর্বোচ্চ সম্মান হিসাবে ধরা হয় বলিদান ব্যাজ। 

5/5

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

বলিদান ব্যাজ আঁকা টি-শার্ট পরে ধোনি

প্যারা কমান্ডোদের উর্দিতে বলিদান ব্যাজ দেখা যায়। সাধারণ মানুষ কোনওভাবেই এই ব্যাজ ব্যবহার করতে পারবেন না। তবে ধোনি ভারতীয় সেনার লেফটেন্যান্ট পদে রয়েছেন। তাই তিনি এই ব্যাজ আঁকা গ্লাভস বা টি-শার্ট পরে মাঠে নেমেছেন।