ধোনির এই পাঁচটি বিশ্বরেকর্ড আজও অক্ষত

Aug 16, 2020, 00:36 AM IST
1/5

মহেন্দ্র সিং ধোনিই একমাত্র অধিনায়ক  যিনি  তিনটি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন।  ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জেতে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে ধোনির ভারত।

2/5

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির রয়েছে মহেন্দ্র সিং ধোনির।  ৩৩২ টি ম্যাচে (২০০ ওয়ান ডে+৬০ টেস্ট+৭২ টি-টোয়েন্টি) ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। 

3/5

অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ফাইনাল জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির নেতৃত্বে ভারত ছটি মাল্টি নেশনস টুর্নামেন্ট জিতেছেন একদিনের ক্রিকেটে।

4/5

একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নটআউট থাকার রেকর্ডটিও ধোনির দখলে। ৮৪ টি একদিনের ম্যাচে নট আউট থেকেছেন এমএসডি।

5/5

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং-এর রেকর্ডও উইকেটকিপার ধোনির দখলে। মাহি মোট ১২৩টি স্টাম্পিং করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে।