Durga Puja 2023: নবমীতে বৃষ্টিকে হারিয়ে প্যান্ডেল মানুষের ঢল, ধুনুচি নাচে মাতলেন মিমি

Oct 23, 2023, 20:51 PM IST
1/5

ইতিমধ্যেই কয়েক পশলা বৃষ্টিতে ভিজেছে মহনগর থেকে জেলা। নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের আশঙ্কা এখন মাথার উপরে ঝুলছে। সেসব মাথায় করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন মানুষজন।

2/5

নবমীর সন্ধেয় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। শ্রীভূমি থেকে থেকে ত্রিধারা, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে মুদিয়ালি বৃষ্টিকে হারিয়ে দিয়েছে মানুষের উত্সাহ।

3/5

সন্ধে হতেও মণ্ডপে মণ্ডপে শুরু হয় আরতি। সেই আরতিতে অংশ নিয়েছেন মানুষজন। প্যান্ডেলে ঢুকতে না পেরে বাইরে থেকেই আরতিতে অংশ নিয়েছেন মানুষ জন।  

4/5

নবমীর পুজোয় একটি অবিচ্ছদ্দ অংশ ধুনুচি নাচ। কসবা রথতলায় তাঁর আবাসনের পুজোয় ধুনুচি নাচলেন সাংসদ মিমি চক্রবর্তী।

5/5

স্টারডম ছেড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে বাঙালির প্রথাগত ধুনুচি নাচে মাতলেন মিমি। সঙ্গে ছিলেন তাঁর মা-ও।