বিশেষ প্রজাতির আম নুরজাহান (NoorJahan Mangoes) । লম্বায় প্রায় এক ফুট এই আমের প্রতি পিসের দামই প্রায় ১০০০ টাকা। কমেও আছে। তবে শুরুই ৫০০ টাকা থেকে। আমেদের রাজা তো বটেই, কার্যত ফলের রাজার তকমা দিতে হয় এই নুরজাহানকে।
photos
TRENDING NOW
3/6
ভারতে কেবল এক জায়গাতেই নুরজাহানের চাষ হয়। এদিকে চাহিদাও তুঙ্গে। তাই দামও বেশি। মধ্যপ্রদেশের (Madhyapradesh) ইন্দোর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গুজরাত সীমান্তের কাছে আলিরাজপুর জেলা। এই জেলার কাট্ঠিওয়ারাতেই একমাত্র এই আমের চাষ হয়। হাতে গোনা কয়েকটি মাত্র বিশেষ প্রজাতির এই আমের গাছ রয়েছে সেখানে।
4/6
যদিও মুঘল সম্রাট জাহাঙ্গির পত্নী নুরজাহানের সঙ্গে এই আমের কোনো মিল রয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে জানা যায়, নুরজাহানের উৎপত্তি আফগানিস্তানে।
5/6
এবছর ভালোই ফলন হয়েছে নুরজাহানের। ফলনের আগে থেকেই আম কেনার বুকিং হয়ে গিয়েছে বলে জানান স্থানীয় আমচাষি শিবরাজ সিং যাদব। প্রত্যেকটি আম প্রায় ২ থেকে সাড়ে ৩ কেজি হবে বলে জানান তিনি।
6/6
জুন মাসের শুরু দিকে ফলন হয় নুরজাহান আমের। গাছে মুকুল ধরে একেবারে বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।