১৯ জানুয়ারির ব্রিগেডে ২ কোটির বেশি লোক আনা লক্ষ্য তৃণমূল!

Jan 07, 2019, 17:27 PM IST
1/8

অতীতের সব ব্রিগেড রেকর্ড ভাঙার টার্গেট এবার তৃণমূলের ।

2/8

সোমবার খুঁটি পুজো করে আনুষ্ঠানিক ভাবে মঞ্চ তৈরি করার কাজ শুরু হল। উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, শোভন চট্টোপাধ্যায়, তাপস রায় ।

3/8

“এবারের ব্রিগেডে যা লোক হবে, তা আগে কখনও হয়নি আর আগামী দিনেও হবে না।বাংলার কর্মীরা বাংলার মানুষ বাঙালি প্রধানমন্ত্রীর দাবি ইতিমধ্যেই তুলেছেন সুতরাং এই ব্রিগেড সব রেকর্ড ভাঙবে।”  দাবি শোভন চট্টোপাধ্যায়ের

4/8

সুব্রত বক্সি  বলেন, “ এই ব্রিগেড জাতীয় প্রেক্ষিতে  ডাকা বিভিন্ন দল থেকে মানুষ আসবে  বিজেপিকে উত্খাত করার ডাক নিয়ে।  এবারের ব্রিগেড আলাদা হবে।”

5/8

সূত্রের খবর,  ব্রিগেডে ২ কোটি র বেশি লোক আনার টার্গেট তৃণমূলের ।

6/8

প্রত্যেক জেলা থেকে ১০ লক্ষ করে মানুষ আনার লক্ষ্য রয়েছে তৃণমূলের।

7/8

প্রতি বুথ ২০০ লোক আনার লক্ষ্য স্থির হয়েছে । 

8/8

লোকসভা নির্বাচনের  প্রচার এই সভা থেকে শুরু  করতে চায় তৃণমূল।  তাই সব শক্তি দিয়ে ঝাঁপাতে চায় তৃণমূল ।