চিনে বানভাসি ৩ কোটি ৮০ লক্ষ মানুষ, জলের তলায় ২৮ হাজার বিল্ডিং

Jul 13, 2020, 14:25 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: প্রকৃতি কাঁদাচ্ছে চিনকে। ইয়াংতজে নদীর জলে ভেসে গিয়েছে চিনের একাংশ। ১৪১ জন বেপাত্তা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ কোটি ৮০ লক্ষ মানুষ।

2/5

চিনের বন্যা নিয়ন্ত্রণ শীর্ষ  দফতর জানিয়েছে ১২ জুলাই পর্যন্ত প্রায় ৩ কোটি ৮০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৪১ জন হয় মৃত নয় নিখোঁজ। ২০ লক্ষেরও বেশি মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

3/5

বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধির জন্য ইতিমধ্যেই তছনছ হয়ে গিয়েছে আনহুই, হুবেই, হুনান প্রদেশ। এছাড়াও প্রায় মোট ২৭ টি অঞ্চল বন্যায় বিপর্যস্ত হয়েছে।  

4/5

বন্যার তোড়ে ভেঙে পড়েছে ২৮ হাজার বিল্ডিং। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ হাজার কোটি টাকা।

5/5

ইয়াংতজে -সহ বিভিন্ন নদীতে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে বন্যা সতর্কতা লেভেল ৩ থেকে লেভেল ২ করা হয়েছে।