বার্সায় গৃহযুদ্ধ! নেতৃত্ব নিয়ে বিবাদের জেরে মেসিদের ক্লাবে একের পর এক কর্তার পদত্যাগ

Apr 10, 2020, 17:39 PM IST
1/5

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার। করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব জুড়ে থমকে গিয়েছে সবকিছু। বন্ধ ফুটবল। ঠিক তখনই ঝড় উঠল বার্সোলোনা ফুটবল ক্লাবে।

2/5

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার নেতৃত্ব ঢেলে সাজানোর প্রস্তাব দিয়ে ৬ জন বোর্ড মেম্বার পদত্যাগ করেছেন।

3/5

ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তামেউয়ের কাছেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বিক্ষুব্ধ ছয় পদত্যাগকারী ।

4/5

পদত্যাগপত্র জমা দিয়েছেন বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এমিলি রোউসান্দ এবং এনরিক তোম্বাস। পরিচালক সিলভিও এলিয়াস, মারিয়া তেক্সিদোর, হোসে পন্ত, জর্ডি ক্লাসামিগ্লিয়া। এদের মধ্যে তেক্সিদোর এবং ক্লাসামিগ্লিয়া বাদে বাকিদের ক্লাব প্রেসিডেন্ট নিজেই সরে যেতে বলেন।  

5/5

করোনা পরবর্তী বার্সেলোনা ফুটবল ক্লাবের ভবিষ্যত্ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পদত্যাগকারী ছয়জন।