1/5
নিজস্ব প্রতিবেদন: কেরল হয়ে আজই ভারতে ঢুকবে বর্ষা (Monsoon) । সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই ভারী বর্ষণের মাধ্যমে কেরলে বর্ষা ঢুকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন (IMD)। নির্ধারিত সময়ের দুদিন পরে হলেও আরও শক্তিশালী হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর তার জেরেই বর্ষার (Monsoon) শুরুতেই ব্যাপক বৃষ্টিপাত হবে কেরলে (Kerala)।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
প্রসঙ্গত,চলতি বছরে বর্ষার (Monsoon) মরসুমে স্বাভাবিক বৃষ্টি হবে দেশে, আগেই জানিয়েছে হাওয়া অফিস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণ, মধ্য ও উত্তর ভারতে। তবে তুলনামূলক কম বৃষ্টি হবে পূর্ব ভারতে। তবে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ১০১ শতাংশ বৃষ্টি হবে এবছর। স্বাভাবিক বৃষ্টি মানেই চাষিদের জন্য যে খুশির খবর তা বলার বাকি রাখে না।
photos