হ্যাটট্রিক বল নিজের কাছে রাখলেন ফ্রান, কিন্তু কেন?

Feb 17, 2020, 19:57 PM IST
1/5

সুশোভন মুখোপাধ্যায় : ক্রিকেটে হ্যাটট্রিক করলে বা ইনিংসে পাঁচ উইকেট নিলে সেই বল নিজের কাছে স্মারক হিসাবে রেখে দেন ক্রিকেটার-রা। ফুটবলেও এবার সেই রেওয়াজ চালু করলেন মোহনবাগানের ফ্রান গঞ্জালেস।  

2/5

শুক্রবার নেরোকার বিরুদ্ধে বাগান জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন স্প্যানিশ মিডফিল্ডার।

3/5

ম্যাচের পরই সেই বল নিজের কাছে রেখে দিয়েছিলেন ফ্রান। সোমবার অনুশীলনের পর সেই বলে কোচ আর সতীর্থদের সই করিয়ে নেন তিনি।

4/5

এমনকি  ফুটবল দলের সঙ্গে যুক্ত কর্মীরাও সই দেন হ্যাটট্রিক বলে। কেরিয়ারের বিশেষ মুহুর্তগুলো এই স্মারকের মধ্যে দিয়েই মনে রাখতে চান মোহনবাগানের স্প্যানিশ মিড ফিল্ডার।  

5/5

গত মরশুমে হংকংয়ের  ক্লাবের হয়ে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ফ্রান গঞ্জালেস। তারপরই এই রীতি চালু করেন তিনি।