সাত বছর পর আবার আই লিগে মহমেডান স্পোর্টিং

Oct 16, 2020, 21:27 PM IST
1/5

আই লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেল কলকাতার মহমেডান স্পোর্টিং। ২০১৩-১৪ মরশুমে শেষ বার আই লিগে খেলেছিল মহমেডান স্পোর্টিং।

2/5

 শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে আই লিগ কোয়ালিফায়ারে ভবানীপুরকে ২-০ গোলে হারিয়ে আই লিগের মূল পর্বে পৌঁছে গেল সাদা কালো ব্রিগেড।

3/5

এদিন ভবানীপুরের বিরুদ্ধে মহমেডানের হয়ে গোল দুটি করেন ছাংতে এবং গনি আহমেদ।

4/5

সাদা-কালো গোলের নিচে এদিন দুরন্ত পারফরম্যান্স করেন  গোলকিপার প্রিয়ন্ত সিং।  

5/5

ক্লাব প্রশাসনে যোগ দিয়েই দীপেন্দু বিশ্বাসের প্রথম টার্গেট ছিল ভাল দল গড়ে আই লিগের মূলপর্বে খেলা। আর সেই লক্ষ্যে তিনি সফল বলা চলে। ক্লাবে এসেছে ইনভেস্টরও। এবার আই লিগে ভালো পারফর্ম করাই লক্ষ্য মহমেডানের।