EXPLAINED | Mohammed Shami: 'রাখুন মশাই নিজের জ্ঞান...'! মঞ্জরেকরের উইকেট গুঁড়িয়ে দিলেন শামি, চলছে ধুন্ধুমার...
Mohammed Shami: মঞ্জরেকরের উইকেট গুঁড়িয়ে দিলেন শামি, চলছে ধুন্ধুমার বর্তমান-প্রাক্তনের...
1/7
গুজরাত টাইটান্সের আইপিএল রিটেনশনের তালিকা
2/7
আইপিএল মেগা নিলাম
photos
TRENDING NOW
3/7
মহম্মদ শামির ভবিষ্য়দ্বাণী করেছেন মঞ্জরেকর
২০২২ সালের নিলামে ৬.২৫ কোটি টাকায় শামিকে নিয়েছিল গুজরাত। প্রাক্তন ক্রিকেটার মঞ্জরেকর মনে করেন যে, শামি এবার আর এত টাকা পাবেন না। মঞ্জরেকর আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে বলেছেন, 'অবশ্যই নিলামে শামিকে নেওয়ার আগ্রহ দেখাবে দলগুলি। তবে শামির চোট পাওয়ার ইতিহাস রয়েছে। সম্প্রতি তাঁর চোট সারিয়ে ফিরতে দীর্ঘ সময় লেগেছে। আইপিএল মরসুমেও তাঁর চোট পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি প্রচুর টাকা দিয়ে শামিকে নিল এবং তারা মাঝপথে আর তাঁর সার্ভিস পেল না, এটা ভেবেই তাদের বিকল্প সীমিত হবে। এই উদ্বেগের ভাবনাতেই নিলামে শামির দাম কমবে'
4/7
শামি এবার পাল্টা দিয়েছেন মঞ্জরেকরকে
5/7
৩৬০ দিন পর ক্রিকেটে ফিরেছেন শামি
প্রায় দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই ছাপ রেখেছেন শামি। বাংলার হয়ে মাঠে নেমেছিলেন ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের হাত ধরে শামি, ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। শামি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন সাত উইকেটও। শামি না থাকলে হয়তো বাংলা ওই রুদ্ধশ্বাস ম্যাচে হেরেও যেতে পারত। প্রত্যাবর্তনের পুরস্কারও পেয়েছেন শামি। তাঁকে নিয়েই হয়েছে বাংলার ২২ সদস্যের সৈয়দ মুস্তাক আলি ট্রফির স্কোয়াড।
6/7
বর্ডার-গাভাসকর ট্রফিতে শামির খেলার সম্ভাবনা!
লাল বলের পর এবার সাদা বলেও শামি তাঁর ফিটনেস ঝালিয়ে নিতে পারবেন। তাঁর উপর চোখ থাকবে বিসিসিআই-এরও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। শুরুতে খেলতে না পারলেও শামিকে দল পরের দিকের টেস্টের সূচিতে ভাবতেই পারে।
7/7
অস্ট্রেলিয়ায় শামির রেকর্ড
photos