‘সুদৃঢ় ভবিষ্যত’ গড়ার লক্ষ্যে বিশকেকে মোদী

Jun 13, 2019, 19:54 PM IST
1/6

বৃহস্পতিবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে অংশগ্রহণে বিশকেক পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে লেখেন, সুদৃঢ় ভবিষ্যত্ গড়ার লক্ষ্যে বিশকেক সফর।

2/6

এসসিও অন্তর্ভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী।

3/6

ইতিমধ্যে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন।

4/6

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাইডলাইন বৈঠক হয় নরেন্দ্র মোদীর।

5/6

বিদেশমন্ত্রক থেকে আগেই জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক করবে না ভারত।

6/6

এ দিন শি জিনপিংয়ের কাছে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে সরব হন মোদী। চিনা ‘বন্ধু’ পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে পিছু পা হননি তিনি।